হটনিউজ ডেস্ক:
রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারের বিষয়ে জেলা প্রশাসকরা (ডিসি) সতর্ক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমি আমার সেশনে ডিসিদের বলেছি, রমজান মাস সামনে। আপনারা সরকারের হাত। কেউ যেন সুযোগ নিতে না পারে, সেজন্য খেয়াল রাখবেন। শক্ত ব্যবস্থা নেবেন।
এ ছাড়া তাদেরকে ভোক্তাদের অধিকারের বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। টিপু মুনশি বলেন, কোরবানির পশুর চামড়ার দাম পাওয়া যায় না। তাই সতর্ক থাকবেন। চামড়ার দাম নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয়, সেজন্য ব্যবস্থা নেবেন।
এ সময় বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।