হটনিউজ ডেস্ক:
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার রায়ভোগ কদমতলা গ্রামের হারুনের ছেলে মো. হেলাল (৩০), শাহজাহান মিয়ার ছেলে বেলায়েত (২২) ও মোহাম্মদ জলিলের ছেলে রবিউল (১৭)।
বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার শামীম রেজা বলেন, আজ শনিবার দুপুরে এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে আহতদের বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।