সকল মেনু

দেশের ৩৪ হলে মুক্তি পেল ‘বীরত্ব’

হটনিউজ ডেস্ক:

আজ দেশজুড়ে মুক্তি পেয়েছে মামুনুন ইমন ও নিশাত নাওয়ার সালওয়া অভিনীত চলচ্চিত্র ‘বীরত্ব। ’ ঢাকা ও ঢাকার বাইরে মোট ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারসহ ঢাকার মধ্যে ১১টি হলে সিনেমাটি দেখা যাবে।

ঢাকায়

স্টার সিনেপ্লেক্স– বসুন্ধরা শপিং মল (পান্থপথ), স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার (মিরপুর-১), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), আনন্দ (ফার্মগেট), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), চিত্রামহল (পুরান ঢাকা), গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), চন্দ্রীমা (শ্রীপুর, সাভার), নিউ গুলশান (জিঞ্জিরা), সৈনিক ক্লাব (ঢাকা)

ঢাকার বাইরে

সিলভারস্ক্রিন (চট্টগ্রাম), চাঁদমহল (কাঁচপুর), ঝুমুর (জয়দেবপুর, গাজীপুর), মমতা (মাধবদী, নরসিংদী), শাপলা (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), সাধনা (রাজবাড়ী), বনলতা (ফরিদপুর), রুপকথা (শেরপুর), তিতাস (পটুয়াখালী), বিজিবি (সিলেট), সুগন্ধা (চট্টগ্রাম), ময়ুরী (বাঘ আঁচড়া), রাজ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), চিত্রালী (খুলনা), রাজিয়া (নাগরপুর), মালঞ্চ (টাংগাইল), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স- (সিলেট), শঙ্খ (খুলনা), রূপকথা (পাবনা), সংগীতা (সাতক্ষীরা)।

সিনেমার গল্পে রয়েছে, এক যৌনকর্মীর জীবনের নানা ঘাত-প্রতিঘাত, মানব পাচার, মাদক পাচার ও সমাজের অপরাজনীতির কাহিনি নিয়ে। আছে এক শিশুর করুণ পরিণতিও।

এখানে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও নিশাত নাওয়ার সালওয়া। সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সিনেমাটি পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top