সকল মেনু

আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি : মাহি

হটনিউজ ডেস্ক:

ঢালিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন। সোমবার মাহি নিজেই এই তথ্য জানিয়েছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ।’

সবার কাছে দোয়া চেয়ে মাহি আরো লেখেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন নায়িকা।
এর আগে, ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সেই বিয়ের পর পাঁচ বছর সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top