সকল মেনু

প্রেমিকের সঙ্গে পালাতে শিশু হত্যা, অভিযুক্ত মা গ্রেপ্তার

হটনিউজ ডেস্ক:

প্রেমিকের সঙ্গে পালানোর জন্য নিজের ছয় মাস বয়সী মেয়েকে হত্যা করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের বিজনোরের ঘটনা। মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৭ বছর বয়সী সেই মাকে।

পুলিশ জানিয়েছে, সন্তানকে হত্যা করার পর ওই নারী বাড়ির লোকদের জানান, অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতকারী মোটরসাইকেলে চড়ে এসে অপহরণ করেছে শিশুটিকে।

কিন্তু পরে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যায় নারীর কাণ্ড। সেই ফুটেজ দেখেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত নারী বিজনোরের নাগিনা অঞ্চলের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার স্বামী আসিফ সৌদি আরবে চাকরি করেন। মাস ছয়েক আগে সন্তান হয় তাদের। সম্প্রতি স্থানীয় এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। তার পরই বাড়ি ছেড়ে পালানোর পরিকল্পনা করেন তিনি।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, নতুন সংসার শুরু করার আগেই সন্তানকে মেরে ফেলার ছক কষেন ওই নারী। কিন্তু নিজের হাতে নয়, কার্যসিদ্ধির জন্য ৯ বছরের মেয়েকে কাজে লাগান।

অভিযোগ উঠেছে, ওই মেয়েটিকে তিনি নির্দেশ দেন শিশুটিকে নর্দমায় ফেলে দিয়ে আসার। মেয়েটি তার কথা অনুযায়ী শিশুটিকে নর্দমায় ফেলে দেয়।

সূত্র : আনন্দবাজার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top