হটনিউজ ডেস্ক:
সম্প্রতি পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পাওয়া ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল ইসলামে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে। গতকাল সোমবার (২৯ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে পদায়ন করা হয়।
একই বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আশরাফুল ইসলামসহ সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত মোট ৬৭ কর্মকর্তাকে পদায়নের কথা উল্লেখ করা হয়। অবিলম্বে এই আদেশ কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, ২৭তম বিসিএসের কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম ঢাকা জেলা পুলিশ ছাড়াও ডিএমপির গুলশান বিভাগ ও রমনা বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। এরআগে তিনি মৌলভীবাজার সদর সার্কেলে এএসপি ও রাজবাড়ি জেলা পুলিশে প্রবেশনার হিসেবে কর্মরত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।