হটনিউজ ডেস্ক :
এশিয়া কাপের জন্য বাংলাদেশের ১৭ সদস্যের দল ঘোষণা করা হলেও জানানো হয়নি সহ-অধিনায়কের নাম। সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের দল দিলেও ছিল কোনো সহ-অধিনায়ক।
তবে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে এক বিবৃতিতে আফিফ হোসেনকে দলের সহ-অধিনায়ক করার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ২০২২-এর জন্য আফিফ হোসেনকে সহ-অধিনায়ক মনোনীত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
’
২২ বছর বয়সী এই বাঁহাতি অল-রাউন্ডারের জাতীয় দলে অভিষেক হয় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। এরপর ৪৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।