হটনিউজ ডেস্ক:
জাতীয় দলের ক্রিকেটারদের যাত্রায় ফের বিঘ্ন সৃষ্টি হলো ভিসা জটিলতায়। এশিয়া কাপে অংশ নিতে আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার এনামুল হক ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এই দুজনকে ছাড়াই আজ বিকাল ৫টার পরপরই সাকিব আল হাসানরা উড়াল দেন।
বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন আর এনামুলের ভিসা আসতে দেরি হওয়ায় তাদের যাত্রা একদিন পেছানো হয়েছে। আগামীকাল বুধবার দুজনকে বিমানে তুলে দেওয়া হবে। গতকাল হুট করেই এশিয়া কাপের দলে ডাক পাওয়া নাঈম শেখ আরব আমিরাতেই আছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষে ফেরার পথে তিনি সেখানে থেকে যান।
আজকের টাইগারদের যাত্রায় ছিলেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাকে এই ফরম্যাট থেকে সরানো হয়েছে। নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামের অধীনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ব্যাটিং কোচ জেমি সিডন্স, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট যাচ্ছেন এশিয়া কাপে। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।