সকল মেনু

ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাই-বোনের

হটনিউজ ডেস্ক:

যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হোসাইন আকাশ (১৩) ও জান্নাতুল নাইম সামিরা (০৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাইবোন। আজ শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের কবির হোসেনের সন্তান।

স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন জানান, বাড়ির ছাদে দুই ভাইবোন খেলা করছিল। এ সময় ছাদের ওপর বৈদ্যুতিক তারে তারা দুজন একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কিছু সময় পর তাদের মা ছাদে গিয়ে ছেলেমেয়েকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় পাশের লোকজন ছুটে এসে দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিদ্যুৎস্পৃষ্টে ভাইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ যশোর সদর হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top