সকল মেনু

পাপন-সাকিবের বৈঠকে সুজন-নান্নু-বাশাররাও

হটনিউজ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের জন্য শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে বাংলাদেশে আসেন সাকিব আল হাসান।

আজ (১৩ আগস্ট) দুপুর ৩টা ২০ মিনিটে পাপনের বাসায় বৈঠকের উদ্দেশ্যে আসেন সাকিব। বাংলাদেশ ক্রিকেটের এই তারকা জরুরী বৈঠকে যোগ দেওয়ার পর আলোচনায় যোগ দিতে আসেন ক্রিকেট বোর্ডের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবি প্রধানের বাসায় আজকের আলোচনায় মূলত এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল নির্বাচনের পাশাপাশি টি-টোয়েন্টির নতুন অধিনায়কও নির্বাচন করা হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top