হটনিউজ ডেস্ক:
রাজধানীর শ্যামলীতে দুই ট্রাকের সংঘর্ষে মো. রনি (৩৫) নামের এক চালকের সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
বাচ্চু মিয়া বলেন, ‘দুই ট্রাকের সংঘর্ষের পর রনিকে প্রথমে পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন উজ্জ্বল নামের এক ব্যক্তি। উজ্জ্বল জানিয়েছেন, দুই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রনি। পরে সকালে চিকিৎসক রনিকে মৃত্যু ঘোষণা করেন।’
রনির লাশটি ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।
জানা গেছে, নিহত রনির গ্রামের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানার মানিক নগর গ্রামে। তিনি ওই এলাকার আবুল কাশেমের সন্তান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।