হটনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীর বক্তাবলী ঘাট এলাকায় ২১ জন যাত্রী নিয়ে নদী পারাপারের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ২ জন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনগত রাত ৩ টায় এ ঘটনা ঘটে। এসময় ১৯ জন সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ হয় দুই যাত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাত ৩ টায় ২১ জন যাত্রী নিয়ে নদী পারাপারের সময় ট্রলারটি ডুবে যায়। এসময় সাঁতরে ও ঘাটের অন্যান্য নৌযানের সহায়তায় ১৯ জন তীরে আসতে পারলেও নিখোঁজ হয় দুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিখোঁজ দুজনের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে।
তিনি জানান, নিখোঁজদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের খোঁজে আমাদের ডুবুরিরা কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।