হটনিউজ ডেস্ক:
বৈদ্যুতিক খুঁটি বেয়ে উপরে উঠে কবুতর ধরতে গিয়ে প্রাণ হারাল তারেক বাবু (১৯) নামের এক যুবক।
নাটোরের বড়াইগ্রামে একটি ইট ভাটায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তারেক বাবু দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মধ্যম মাগুরা গ্রামের আজাদ আলীর ছেলে। সিকিউরিটি গার্ড হিসেবে তিনি ওই ফ্যাক্টরিতে দায়িত্বরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সহকর্মী শাহাব উদ্দিন জানান, রাত ২টার দিকে ফ্যাক্টরির উত্তর পার্শ্বের বৈদ্যুতিক লাইনের নেগেটিভ তারে একটি কবুতর বসে থাকতে দেখে সে খুঁটি বেয়ে উপরে ওঠে। কিন্তু ৩৩ হাজার ভোল্টেজের ওই লাইনের কাছাকাছি যেতেই সে বিদ্যুতায়িত হয় ও বিকট শব্দের পর নিচে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কবুতরটিও মরে যায়।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কবুতরটি ধরতে লোহার রড ব্যবহার করে উপরে উঠলে সে এ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।