সকল মেনু

মাহিন্দা ও বাসিল রাজাপক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

হটনিউজ ডেস্ক:

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং তার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার এ নিষেধাজ্ঞার মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

এর আগে ১১ আগস্ট পর্যন্ত মাহিন্দা ও বাসিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে অন্তবর্তীকালীন আদেশ দিয়েছিলেন আদালত। এ আদেশের কারণে আদালতের অনুমতি ছাড়া তারা দেশ ছাড়তে পারবেন না।

উল্লেখ্য, আদালতে মাহিন্দা, বাসিল ও শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিবার্দ কাবরাল যাতে দেশ ছাড়তে না পারেন সে জন্য আবেদন জানানো হয়েছিল। এ আবেদনে শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কটের পেছনে দায়ীদের বিষয়ে তদন্তের আবেদনও জানানো হয়েছে।
রণিল বিক্রমাসিংহের আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে ছিলেন মাহিন্দা রাজাপক্ষের ভাই গোতাবায়া। তিনি জনবিক্ষোভের মুখে দেশত্যাগের পর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। একই কারণে পদত্যাগ করেছেন মাহিন্দা ও বাসিল রাজাপক্ষে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top