সকল মেনু

ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি: রেলমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, তেলের দাম বাড়লেও ট্রেন ভাড়া বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে (জয়দেবপুর রেলওয়ে জংশনে) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেনটি চালু হবে। অরক্ষিত রেলক্রসিং বিষয়ে তিনি বলেন, রেল লাইন দিয়ে যখন ট্রেন যায় তখন লাইনের দুপাশে ১৪৪ ধারা জারি থাকে।

মন্ত্রী বলেন, রেল লাইন দিয়ে ট্রেন যাবে। সড়ক মহাসড়কের দায়িত্ব সড়ক বিভাগের। ক্রসিংয়ে গেট দেয়া হয় রেলের নিরাপত্তার জন্য। সেখানে সড়ক পথের গাড়ি এলে তার দেখার দায়িত্ব তো আমাদের না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top