হটনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রাঘাতে চার জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর সিএনএনের।
ওয়াশিংটনের ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগ জানায়, হোয়াইট হাউসের রাস্তার পাশে একটি পার্কে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুই জন নারী ও দুই জন পুরুষ গুরুতর আহত হন।
যুক্তরাষ্ট্রের রাজধানীজুড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেসের মুখপাত্র ভিটো ম্যাগিওলো জানান, চার জনেরই অবস্থা গুরুতর। তাদের জীবন হুমকির মধ্যে রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।