সকল মেনু

রাজধানীতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

হটনিউজ ডেস্ক:

রাজধানীর পল্লবীতে পরকীয়া সন্দেহে সাথী আক্তার (২৪) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। স্বামীর নাম হান্নান।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে থানার সেকশন ৭ এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আহাদ আলী বলেন, পরকীয়া সন্দেহে সাথী আক্তার নামে এক নারীকে ছুরিকাঘাত করে তার স্বামী। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে উদ্ধার করে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার স্বামী হান্নানকে আটক করি।

তিনি আরও জানান, আটকের পর নিহতের স্বামী আমাদের জানিয়েছেন পরকীয়া সন্দেহে সে ছুরিকাঘাতে সাথী আক্তারকে হত্যা করেছে। নিহত ওই নারী তার একটি ছেলেকে নিয়ে পল্লবী সেকশন ৭ এলাকায় থাকতেন। নিহত ওই নারীর বাড়ি বাগেরহাট জেলার কচুয়া এলাকায়। বাগেরহাট থেকে তার স্বামী আজকেই ঢাকায় এসে এ ঘটনা ঘটান।

মরদেহটি বেসরকারি হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান পল্লবী থানার পরিদর্শক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top