হটনিউজ ডেস্ক:
কক্সবাজার শহরের দি আলম গেস্ট হাউস নামক একটি হোটেলে চিরকুট লিখে কাউসার (২৬) নামের এক পর্যটক আত্মহত্যা করেছেন। এর জন্য অন্য কেউ দায়ী নয় বলে চিরকুটে উল্লেখ করেছেন ওই পর্যটক।
গতকাল মঙ্গলবার (২ আগস্ট) রাত ১০টার দিকে ওই হোটেলের ৪০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। মৃত কাউসার নামের ওই ব্যক্তি জয়পুরহাটের বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। তিনি জানান, ওই ব্যক্তি বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।
দি আলম গেস্ট হাউস হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, কাউসার গতকাল দুপুর থেকে এই হোটেলে অবস্থান করছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।