সকল মেনু

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইমনের অভিষেক

হটনিউজ ডেস্ক:

অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই টসে হেরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। টসে জিতে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে। ফলে টানা তৃতীয় ম্যাচে রান তাড়া করতে হবে বাংলাদেশকে।

এর আগেই পারভেজ হোসেন ইমনকে ওয়ার্ম-আপের পর টি-টোয়েন্টি ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। স্মরণীয় সেই মুহূর্তে ইমনের চোখে জলের আভা।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলে জায়গা পেয়েছেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নুরুল হাসানের চোটের পর তাকে দলে ডাকা হয়েছিল।
সব মিলিয়ে তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে আছে তিনটি পরিবর্তন। নুরুলের সঙ্গে নেই মুনিম শাহরিয়ার ও শরীফুল ইসলাম। মাহমুদউল্লাহর সঙ্গে দলে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পারভেজ ইমন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top