সকল মেনু

প্রথম দিনের শুরু ও শেষটা বাংলাদেশের

হটনিউজ ডেস্ক:

মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে। টসে হেরে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ২৫৮ রান তুলেছে নিউজিল্যান্ড দল। দুর্দান্ত শতক হাঁকিয়েছেন ডেভন কনওয়ে।

প্রথম দিনে ৮৭ দশমিক ৩ ওভার খেলা হয়েছে। দিনের শেষ বলে টম ব্লুনডেলকে বোল্ড করেছেন পেসার এবাদত হোসেন। তার সংগ্রহ ১১ রান। কনওয়ে ১২২ রানের ইনিংস খেলেছেন। এছাড়া ৫২ রান করেছেন উইল ইয়ং। রস টেলরের ব্যাট থেকে এসেছে ৩১ রান।

প্রথম দিনের শুরু ও শেষ দুটোই ছিল বাংলাদেশের অনুকূলে। আর মাঝের সময়টায় আধিপত্য বিস্তার করেছে কিউই ব্যাটাররা। দলীয় ১ রানেই নিউজিল্যান্ড দলপতিকে টম লাথামকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। এরপর আধিপত্য শুরু নিউজিল্যান্ডের। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের বড় জুটি গড়েন কনওয়ে ও উইল ইয়ং। ৫২ রান করে ইয়ং রানআউটে কাটা পড়ার পর তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন কনওয়ে ও রস টেলর।

দলীয় ১৮৯ রানে রস টেলরকে বিদায় করে ফের ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষ দিকে কনওয়ে ও ব্লুনডেলকেও সাজঘরে ফেরায় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম দুটি উইকেট নিয়েছেন। ৩ ওভার স্পিন বোলিং করে মাত্র ৫ রান দিয়ে কনওয়ের উইকেটটি নিয়েছেন মুমিনুল। তাসকিন আহমেদ ২০ ও মেহেদি হাসান মিরাজ ২৭ ওভার বোলিং করেও কোনো উইকেটের দেখা পাননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top