সকল মেনু

অবশেষে বরিশাল নগরীর পরিচ্ছন্নতা শুরু

হটনিউজ ডেস্ক:

অবশেষে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক ও বাসা-বাড়ির আশপাশ থেকে ময়লা-আবর্জনা অপসারণ শুরু করেছেন পরিচ্ছন্নতা-কর্মীরা। শনিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে ময়লা-আবর্জনা অপসারণ শুরু করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, গত বুধবারের ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের করা হয়রানিমূলক মামলার পরে কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা নিজ বাসা-বাড়ি থেকে আত্মগোপনে চলে যান।

তিনি আরও জানান, এ কারণে নগরীর ময়লা-আবর্জনা অপসারণ হচ্ছিল না। তবে শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় মেয়র সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করেন। সেই সঙ্গে তাদের যেন হয়রানি না করা হয়, সে জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মূলত মেয়রের আশ্বাস পেয়েই পরিচ্ছন্নতা-কর্মীরা ফিরে এসে কাজ শুরু করেছেন। মানুষের ভোগান্তি লাঘবেই মেয়র এই আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top