সকল মেনু

গাইবান্ধায় বিশ হাজার এতিম শিশুর জন্য সেহরি ও ইফতার দিচ্ছেন গণ উন্নয়ন

হটনিউজ ডেস্ক:

রমজান মাসে গাইবান্ধায় প্রতিদিন বিভিন্ন এতিমখানার শিশুদের নিয়মিত রান্না করা খাবার বিতরণ করছে একটি বেসরকারি সংগঠন। মানসম্মত খাবার খেয়ে শিশুরা যাতে রোজা রাখতে পারে সেজন্যই এই উদ্যোগ বলে জানালেন উদ্যোক্তারা। এতিম শিশুদের জন্য এমন আয়োজনে খুশি এলাকাবাসীও।
রমজান মাসে বিভিন্ন এতিমখানার প্রায় ২০ হাজার এতিম শিশুদের জন্য সেহরি ও ইফতারের আয়োজন করছে গণউন্নয়ন কেন্দ্র। প্রতিদিন এতিমখানাতেই তৈরি করা হচ্ছে খাবার। আর সেই খাবার দেয়া হচ্ছে হাজারো এতিম শিশুকে। চর অঞ্চলের এতিমখানাগুলোতে নৌকায় করে তৈরি করা খাবার পৌঁছে দিচ্ছেন সংগঠনের কর্মীরা।

এতিমখানার এক শিক্ষার্থী বলেন, ‘নানাভাবে সাহায্য করছেন এবং রাতের খাবার ও ইফতার আয়োজন করছেন তারা। একসঙ্গে খেতে পারছি সবাই। আনন্দের বিষয় একটা।’

আরো এক শিক্ষার্থী জানান,’ মাছ, মাংস, সবজি, ভাত, ডাল, কলা, আপেল, কমলা, মাল্টা সহ অনেক ফল দেয়া হচ্ছে খাবার হিসেবে।’
এতিম শিশুদের জন্য এই আয়োজনে খুশি এলাকাবাসী। স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘উন্নত খাবার তারা পরিবেশন করছেন। এতিমদের পক্ষ থেকে আমি গণউন্নয়ন কেন্দ্রকে ধন্যবাদ জানাই।’

মানসম্মত খাবার খেয়ে শিশুরা যাতে সিয়াম সাধনা করতে পারে সেজন্যই এই উদ্যোগ। গণউন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী এম. আবদুস সালাম বলেন, ‘বর্তমানে এই পরিস্থিতিতে তারা অনেক সংকটে পড়েছে। আমরা সে বিষয়টি চিন্তা করে ১৫টি এতিমখানায় এই খাদ্য সরবরাহের কার্যক্রমটি শুরু করেছি।’

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ উপজেলা ও দিনাজপুর জেলার ফুলবাড়ি ও নবাবগঞ্জ উপজেলার ১৬টি এতিমখানায় শিশুদের মাঝে সেহরি ও ইফতার সরবরাহ করছে। অস্ট্রেলিয়াভিত্তিক দাতা সংস্থা মুসলিম এ্যারাউন্ড দ্যা ওয়াল্ড (এমএটিডব্লিউ) এই কর্মসূচিতে অর্থায়ন করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top