পণ্যের মূল্যে স্থিতিশীল রাখতে ও কাঁচা পণ্যের পরিমাপ সঠিক করার জন্য ফরিদপুরের সালথায় বাজার মনিটরিং করেন ইউএনও। বুধবার দুপুরে উপজেলার সদর বাজারের কাঁচা মালের দোকান ও মুদি দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
এসময় পরিমাপে কম দেওয়ায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন। বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন, ফরিদপুর বিএসটিআই এর ইন্সপেক্টর মোসাঃ আলেয়া, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, মোবাইল কোর্টের পেসকার রফিকুল ইসলাম প্রমূখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।