ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে উড়োচিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। ডাকযোগে পাঠানো অজ্ঞাত ব্যক্তির লেখা ওই চিঠিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করার হুমকি দেয়া হয়।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এ বিষয়ে জানান, খামের ওপর গোপনীয় লেখা চিঠিটি অফিসের সিএ’র মাধ্যমে তার হাতে আসে। লাল ও সবুজ কালি দিয়ে লেখা চিঠিটি তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার জন্য গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, একই ধরনের চিঠি মাদারীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসককেও দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ চিঠিতে তিনি মোটেও বিচলিত নন বলে জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।