সকল মেনু

কুড়িগ্রামে পরিচিতি ও মত বিনিময় সভা

ডাঃ জি.এম. ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: যৌন হয়রানি একটি অপরাধ, প্রতিবাধ করি, প্রতিরোধ গড়ি, প্রতিকার করি, প্রতিপাদ্য সামনে রেখে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, ব্র্যাক আয়োজনে উল্লেখযোগ্য মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির পরিচিতি ও মত বিনিময় সভা উৎসাহ উদ্দিপনায় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার, সকাল ১০ টায় থেকে বিকাল ৪.১৫ টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে। যার মুল উদ্দেশ্য শিক্ষক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিকদের কাছে মেজনিন কর্মসূচির বিষয়বস্তু তুলে ধরা এবং যৌন হয়রানি সম্পর্কে সকলের সংবেদনশীলতা বৃদ্ধি করা। উক্ত সভায় জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ব্র্যাক, কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক রাজেশ্বর চন্দ্র বর্মন উপস্থাপনায় ঢাকা থেকে আগত প্রোগ্রাম সমন্বয়কারী জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, ব্র্যাক হোসনে আরা বেগম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম মেহেদি হাসান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের কাজী। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সকল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিাভাবক, সাংবাদিক ও ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচির কর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রাম উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা কার্যালয়, কুড়িগ্রাম সহকারী পরিচালক মোঃ ফজলুল হক, কুড়িগ্রাম সদর থানা ইন্সপেক্টর-তদন্ত, মোঃ রওশন কবীর কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক ডাঃ জি.এম ক্যাপ্টেন প্রমূখ্য। অনুষ্ঠান সাফল্য মন্ডিত করার লক্ষে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ব্র্যাক। উক্ত আলোচনা সভায় প্রাধন্যপায় যৌন হয়রানি প্রতিকার ও প্রতিরোধে করণীয় শিক্ষক পর্যায়ে, অভিভাবক পর্যায়ে, সাংবাদিক/কমিনিটি পর্যায়ে এবং কিশোর-কিশোরীদের করণীয় সহ ইভটিজিং স্পষ্টতই যৌন হয়রানি হিসেবে বিবেচিত, আচরণ সমূহ যৌন হয়রানি /উত্ত্যক্তকরণ নারী নির্যাতনের হাতিয়ার, যৌন হয়রানি কী নারী নির্যাতন, যৌন হয়রানি/উত্ত্যক্তকরণের সঙ্গে কারা জড়িত, যৌন হয়রানির কারণ, যৌন হয়রানি প্রভাব, যৌন হয়রানি প্রতিকারে মহামান্য হাইকোটের যুগান্তকারী রায়ে প্রদত্ত নীতিমালা, যৌন হয়রানি বিরুদ্ধে বিদ্যমান আইন সমূহ সহ যৌন হয়রানির বিরুদ্ধে ব্র্যাকের অবস্থান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top