সকল মেনু

কুড়িগ্রামে রংমিস্ত্রী শ্রমীকরা পেল নতুন নেতৃত্ব

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: নববর্ষ ১৪২৫ বরণের আমেজ যখন চরদিক উৎসব মূখর ঠিক সে সময়ে তাদের সংগঠন গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্ব বাচাইয়ে ভূমিকা রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সদস্যরা। গত ৭ই বৈশাখ (২০শে এপ্রিল) কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংকলড়ী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয় হল রুমে আয়োজিত ত্রি-বার্ষিক বর্ধিত সভার মধ্য দিয়ে। উক্ত বর্ধিত সভায় কণ্ঠ ভোটে (সিলেকশনে) নির্বাচিত করেন ৮ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটির প্রত্যেক সদস্যকে। ফলে নব বর্ষের ন্যায় নব কমিটি’কে নিয়ে উচ্ছাসে মাতোয়ারা শ্রমিকরা। কেননা বাদ পড়লো পূর্বের কমিটির সকল সদস্যরা। যা ছিলো সময়ে দাবি । উক্ত বর্ধিত সভা পূর্বের কমিটির সভাপতি সিদ্দিক হোসেন এর সভাপতিত্বে ও মাসিক দৃষ্টির অন্তরালে পত্রিকা সম্পাদক বিশিষ্ট্য সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংকলড়ী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, পৌর আদর্শ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট্য ঠিকাদার সমাজ সেবক মোঃ রওশন আলী। রাজশাহী থেকে আগত শ্রম কর্মকর্তা কে.এম শহীদ। উক্ত বর্ধিত সভার মাধ্যমে কুড়িগ্রাম সদর উপজেলা রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের ৮বিশিষ্ট্য কমিটির নব নির্বাচিত হয়েছেন সভাপতি পদে আমিনুল ইসলাম, সহ-সভাপতি আজিম, সাধারণ সম্পাদক ফারুক, সহ-সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল, অর্থ-সম্পাদক ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক বাবলু মিয়া, প্রচার সম্পাদক নুর ইসলাম। উল্লেখ্য নব নির্বাচিত কমিটির সদস্য গন শ্রমিকের জীবন মান উন্নয়নের মধ্য দিয়ে সার্থক করে তুলতে চান এবারের নববর্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top