নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুর জেলা কারাগার থেকে হত্যা মামলার আসামি মুখলেছুর রহমান (৩০ ) পালিয়ে গেছে । নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে গত বৃহস্পতিবার সে পালিয়ে যেতে সক্ষম হয়। ওই দিন বিকেলে রোল কলের সময় তাকে না পেয়ে শুরু হয় খোঁজাখুজি। সে ২০১৪ সাল থেকে চাঁদপুর জেলা কারাগারে ছিল। ঘটনার পর প্রধান কারারক্ষীসহ ৩ কারারক্ষীকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে রবিবার রাতে নিশ্চিত করেন চাঁদপুর কারাগারের জেলার । তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যা মামলার আসামি মুখলেছুর রহমান কারাগার থেকে পালিয়ে গেছে । অনেক খোঁজাঁখুজিও করেও তাকে পাওয়া যায়নি । তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর এলাকায় । বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি । পলাতক আসামি মুখলেছুর রহমানকে খুজে বের করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন জেলার । এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। মুখলেছের বাবার নাম আব্দুর রহমান।এদিকে জানা গেছে,এ ঘটনায় তদন্তের জন্য তাৎক্ষণিক ঢাকার ডিআইজি’র নেতৃত্বে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয় । কমিটির অপর সদস্যরা হলেন কুমিল্লার সুপাররেনন্টেন,ফেনীর জেলার । ইতিমধ্যে তদন্তকারী শুক্র ও শনিবার ঘটনাস্থল জেলা কারাগারে তদন্ত করে গেছেন । কয়েকদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।