সকল মেনু

অপারেশন টেপিড পাঞ্চে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানায় মূল অভিযান ‘টেপিড পাঞ্চ’ চলাকালে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে এই বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান জানান, ভেড়ামারায় জঙ্গি আস্তানায় অভিযান ‘ট্রেপিড পাঞ্চ’ চলাকালে সন্ধ্যায় একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ (প্রায় ৫ কেজি) শক্তিশালী বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এই বিস্ফোরক দ্রব্য দিয়ে পাঁচ তলা ভবন ধ্বংস করা যাবে। এগুলো পরে নিষ্ক্রিয় করা হবে। এর আগে আজ শনিবার বিকেল ৪টার দিকে ভেড়ামারা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল থেকে ৫’শ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এদিকে দুপুরে খুলনা থেকে ক্রাইম সিনের পাঁচ সদস্য বিশিষ্ট একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়া তালতলা মসজিদের পাশে একটি টিনসেডের এক তলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেখান থেকে অভিযান চালিয়ে নব্য জেএমবির আমির আইয়ুব আলীর স্ত্রী তিথিসহ ৩ নারী জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top