সকল মেনু

কুড়িগ্রামে মত বিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন শীর্ষক স্বপ্ন প্রকল্পের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন স্পেন দূতাবাস চার্জ-ডে এ্যাফেয়ার্স আলেজানদ্রা লোপ, স্বপ্ন প্রকল্পের ন্যাশনাল প্রকেক্ট ডিরেক্টর রওশন আরা বেগম, ইউএনডিপি ডেপুটি কান্টি ডিরেক্টর কায়কো উকোসুকা, স্বপ্ন প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার আমিনুল আরিফিন, আইএলও প্রোগ্রাম কর্মকর্তা জনাব নূরুজ্জামান, টেইনিং বিশেষজ্ঞ কাজল চ্যাটার্জী, এম এন্ড ই বিশেষজ্ঞ বেলায়েত হোসেন, সিও বিএসআরএম রুহি খাতুন, এ্যাাডভাইজার ইএসডিও আবু আজম নূর,  ম্যানেজার ইউএনডিপি আহাম্মেদুল কবীর আকন, প্রজেক্ট কডিনেটর স্বপ্ন প্রকল্প আল মাহামুদ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত অতিথিরা কাঁঠালবাড়ী ও ছিনাই ইউনিয়নে মাঠ পর্যায়ে স্বপ্ন কর্মীদের সাথে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top