ভোলা প্রতিনিধি : ভোলা ও নোয়াখালীর সীমানায় দীর্ঘদিনের দ্বন্দ্ব, সংঘাত, হামলা, পাল্টা-হামলা ও মামলার পর অবেশেষে দুই জেলার আন্তঃজেলা সীমানায় পিলার স্থাপনের মধ্য দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। ৬ জানুয়ারী সোমবার দুপুরে ভূমি মন্ত্রণালয় ও ভোলা জেলা প্রশাসনের একটি দল সীমানা পিলার স্থাপন করে। ভোলার জেলার প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, ভোলার মনপুরার ঢালচরের কিছু অংশের সঙ্গে নোয়াখালীর আন্তঃসীমানা নিয়ে বিরোধ ছিলো। উভয় জেলার সীমানা জরিপ এবং নকশা তৈরি করে ওই পিলার স্থাপন করা হয়েছে। এখন থেকে পৃথক দু’টি জেলার সীমানা নির্ধারণ হলো। দুইশো বছরের পুরনো দ্বীপ মনপুরার ঢালচরের সঙ্গে স্বাধীনতার পর থেকে নোয়াখালীর সীমানা বিরোধ ছিলো। সীমানা ও জমির মালিকানা নিয়ে উভয় জেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। প্রতিবছর ধানকাটার মৌসুমে চরজুড়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করতো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।