এম.এফ.এ মাকাম: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, স্বাস্থ্য সেবা জনগনের কাছে পৌছে দিতে প্রতিটি ইউনিয়নে সরকার ৩টি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। যার মাধ্যমে গ্রামের প্রান্তিক মানুষগুলো ৩০ প্রকার সেবা পেয়ে যাচ্ছে। আর এই কমিউনিটি ক্লিনিক গুলোতে নিয়মিত ডাক্তারদের সেবা প্রদান না করলে কিংবা দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। গতকাল সকালে জামালপুর জেনারেল হাসপাতালের অত্যাধুনিক সম্মেলন কক্ষ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন ডাঃ মোশায়ের-উল- ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী,জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান,পৌর মেয়র মির্জা সাখাওতুল আলম মনি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ সহ আরো অনেকে। পরে প্রতিমন্ত্রী সম্মেলন কক্ষটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডাঃ জরুল ইসলাম এর নামে নামকরন করার জন্য প্রস্তাবনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।