সকল মেনু

ইসি গঠন নিয়ে ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বসছেন রাষ্ট্রপতি

34122b972ce2c2cb2d54b73869cd8842-584e79586ca5fহটনিউজ২৪বিডি.কম : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে বিএনপির সঙ্গে আগামী ১৮ ডিসেম্বরে আলোচনায় বসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এছাড়া ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) (ইনু) সঙ্গে আলোচনায় বসবেন তিনি। এই পাঁচটি রাজনৈতিক দলকে আলোচনায় অংশ নেওয়ার চিঠি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিঠি পেয়েছি। আমরা কতজন যাব, এসব বিষয়ে দলের চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় বঙ্গবভবনে যাবে বিএনপির প্রতিনিধি দল।’

এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম বিকাল ৪টার দিকে হটনিউজ২৪বিডিকে বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। দলীয় প্রধান কর্নেল অলি আহমদ এলেই চিঠি খুলব। আগামী ২১ ডিসেম্বর আমাদের ডাকা হয়েছে রাষ্ট্রপতির ভবনে।’

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী হটনিউজ২৪বিডিকে বলেন, ‘এখনও চিঠি হাতে পাইনি। আমি দলের সভাপতি কাদের সিদ্দিকীর সঙ্গে ঢাকার বাইরে আছি।এখনও চিঠি হাতে পাইনি। আমি এখন নরসিংদী আছি। দলের সভাপতি কাদের সিদ্দিকীও এখানে আসবেন। তিনি এলেই এ বিষয়ে জানতে পারব। এর আগে কিছু বলতে পারছি না। ’

এ বিষয়ে জানতে চেয়ে জাপার একাধিক নেতাকে ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top