সকল মেনু

সড়ক দুর্ঘটনায় বগুড়ায় নিহত ২

indexহটনিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর আমবাগান এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২৫ জন। রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরফান জানান, রংপুর থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে মির্জাপুর বাজারে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে একজনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি শেরপুর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top