এস,আই মল্লিক, ঝিনাইদহ: গত বৃহস্পতিবার ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্রীড়া উন্নয়নমূলক সংগঠন সাহস সেবা সংস্থার উদ্যোগে দাবা প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১টায় কলেজ বাসষ্ট্যান্ডে অবস্থিত সংস্থার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক রুস্তম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক জাতীয় দাবা চ্যাম্পিয়ন ফিদে মাস্টার ইউনুস হাসান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শরাফত হোসেন ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ঝিনাইদহ জেলা সাবেক দাবা চ্যাম্পিয়ন কাজী আলমগীর হোসেন, ক্লাবের সিনিয়র সদস্য আবুল খায়ের মিয়াজী, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে বিভিন্ন জেলা থেকে আগত ১৮ জন খেলোয়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। পাঁচ রাউন্ড খেলায় সর্বোচ্চ ৫ পয়েন্ট নিয়ে চ্যম্পিয়ন হন নড়াইলের মাসুদুল হক (রেটিং-২০৭৬)। এছাড়া সাড়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন কোটচাঁদপুরের কাজী আলমগীর হোসেন ও মহব্বত আলী এবং শৈলকুপার যদুনাথ বিশ্বাস। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) আশাফুর রহমান। খেলা পরিচালনা করেন বিশিষ্ট দাবাড়– শরিফুজ্জামান আগা খান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।