তছকিনা আক্তার, জলঢাকা প্রতিনিধি: নিলফামারী জলঢাকায় শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধি সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে জঙ্গি বিরোধি সমাবেশ দেশের সর্ব স্তরে পালিত হয় এরই ধারাবাহিকতায় গত শনিবার বিএমআই ( বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট) কলেজের আয়োজনে জঙ্গি বিরোধি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ্ রাশেদুল হক প্রধান। অধ্যক্ষ মো. আবেদ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যক্ষ আজিজার রহমান, শ্রী হেরেম্ব কুমার, ম্যানেজিং কমিটির সদস্য রহুলআমীন, রেজাউল হক সহ সকলে। অন্যদিকে আইডিয়াল কলেজের আয়োজনে জঙ্গি ও সন্ত্রাস বিরোধি র্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো শাহিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান জুয়েল, আব্দুল মান্নান সহ সকল শিক্ষার্থী। অপর দিকে রাবেয়া চৌধুরী মহাবিদ্যালয়ের আয়োজনে জঙ্গি বিরোধি সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশা পাশি আল হাজ্ব মোবারক হোসেন অণির্বান বিদ্যাতীর্থ দ্বিমূখি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষিকা মোছা লুৎফুরন্নেছার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম, সুবাস চন্দ্র, হেরম্ব কুমার, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ, নুর আলম সহ সকল শিক্ষার্থী। অন্যদিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক আমিনুর রহমানের নের্তৃত্বে জঙ্গি বিরোধি সমাবেশে অংশ সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রী এবং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ওয়ারেজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিনুর রহমান, গোপাল চন্দ্র রায়, নুরুজ্জামান সহ সকল শিক্ষার্থী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।