সকল মেনু

ইয়েমেনে আরব জোটের বিমান হামলায় ১০ শিক্ষার্থীর মৃত্যু

ইয়েমেনে আরব জোটের বিমান হামলায় ১০ শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ ইয়েমেনের একটি বিদ্যালয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১০ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দেশটির সাদা প্রদেশে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর সময় এ হতাহতের ঘটনা ঘটে।

এ সময় সেখানে ১০ জন শিক্ষার্থী নিহত হয় এবং ২৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের অশিকাংশরই বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।

ইরান সমর্থিত শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা ২০১৪ সালের সেপ্টেম্বরে রাজধানী সানা দখল করে। এরপর দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল দখলে নামে। হুথিদের এই অগ্রসরকে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের অংশ মনে করে তা থামাতে পরের বছরের মার্চের শেষ দিকে অভিযানে নামে সৌদি আরবের নেতৃত্বাধীন পশ্চিমা মিত্র দেশগুলো।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top