সকল মেনু

আটক-বাণিজ্যের অভিযোগ: মাগুরায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Magura_Thana1466395292মাগুরা প্রতিনিধি : গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগে মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র দেবনাথকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ বরখাস্তের এই নির্দেশ দেন।

দেশব্যাপী পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চলাকালে এসআই নিমাই চন্দ্রের বিরুদ্ধে আটক-বাণিজ্যের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top