নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৮ মে : মাদারীপুর সদর উপজেলায় সেতুর রেলিং ভেঙে একটি বাস খালে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে সমাদ্দার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোরশেদ জানান। নিহতদের পরিচয় তাতক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান ফকির বলেন, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙে নিচে খালে পড়ে যায়। বাসটির অর্ধেক ডুবে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।