সকল মেনু

চট্টগ্রামে বাঁধ কাটা নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ, আহত ৪

4নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২২ মে : জলোচ্ছ্বাসে তলিয়ে যাওয়া এলাকার পানি সরাতে একদল লোক চট্টগ্রামের মহেশখালে নির্মিত বাঁধ কাটতে এলে পুলিশ তাদের হটিয়ে দিয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মহেশখালের বন্দর রিপাবলিক ক্লাব সংলগ্ন অংশে নির্মিত বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধদের ইটের আঘাতে বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিমসহ চার পুলিশ আহত হয়েছেন।

জানা গেছে, উজানের বাসিন্দা হাজী ইকবালের নেতৃত্বে একদল লোক বাঁধ কেটে দেয়ার উদ্যোগ নেয়। এ সময় বন্দর নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাধা দেয়। বাঁধ কাটতে আসা লোকজনকে ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও শর্ট গানের গুলি ছোড়া হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top