সকল মেনু

নীলফামারীরতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

৪২নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ এপ্রিল : নীলফামারীর কিশোরগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার ছগিরবাজার এলাকায় রংপুর-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মাগুড়া ইউনিয়নের শিঙ্গেরগাড়ী পাঠানপাড়া গ্রামের সামছুল খানের ছেলে মাসুদ খান (২৫), এনামুল হকের ছেলে আব্দুল কাইয়ুম (২০) ও চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা গ্রামের আবু হোসেনের ছেলে বিপ্লব মিয়া (৩০)।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, মাসুদ ও কাইয়ুম মোটরসাইকেলে  উপজেলা শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বিপ্লবের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব ও কাইয়ুম মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান মাসুদ।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top