বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদাহ ইউনিয়নের একটি বাড়িতে হাত-বোমা বানানোর সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরও একজন।
বিস্ফোরণে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাড়িঁর ইনচার্জ (এসআই) শাহ আলম।
শাহ আলম বলেন, ‘রোববার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের জোয়ানপুর কুঠির ভিটা এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে’।
তিনি আরও বলেন, একটি বাড়িতে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ সময় দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। তবে নিহত এবং আহতের পরিচয় এখনও জানা যায়নি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, ঘটনাটির তদন্ত চলছে । পুলিশ ঐ বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি ককটেল উদ্ধার করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।