রাইসুল ইসলাম,পার্বতীপুর,দিনাজপুর: সমতল ভূমিতে বসবাসকারী আদিবাসীদের পৃথক ভূমি কমিশন ও নির্যাতন নিপীড়ন উচ্ছেদ মারপিট জমি জবর দখল হত্যাসহ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর উপজেলা শাখা। আজ সোমবার দুপুরে পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত স্থায়ী এ কর্মসূচি চলে। এসময় বক্তব্য রাখেন, আদিবাসী যুব পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক আলবার্ট টুডু, আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রুবেল টুডু, দপ্তর সম্পাদক সাগিয়েল হাসদা, সাংগঠনিক সম্পাদক শিবলাল টুডু, আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি বাসন্তী মূরমু, পার্বতীপুর উপজেলা শাখার কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন ও জাসদ নেতা এমএ জলিল সরকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক বিমল মূরমু।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।