রাইসুল ইসলাম, পার্বতীপুর,দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে আজ রবিবার বিকেলে বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে উত্তরা মাদ্রাসা মাঠে এ কাবাডি খেলার আয়োজন করেন মোফাজ্জল হোসেন প্রামানিক একজন সমাজসেবী। প্রতিযোগিতায় দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৬ জন কাবাডি খেলোড়ার অংশ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা দেখতে পাশাপাশি ৫/৬টি ইউনিয়নের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও উৎসুক শিশুরা সমবেত হন। খেলা শেষে বিজয়ী সুলতানপুর মধ্যপাড়া দলকে পুরস্কার হিসেবে একটি ষাঁড় ও রানার্স আপ কিশোরপুর দলকে একটি খাসি তুলে দেন প্রধান অতিথি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।