ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: সবার জন্য সমান সুযোগ, অধিকার, সুরক্ষা ও পূর্ণ অংশীদারিত্ব নিশ্চিত্বে বর্ণ বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সোমবার দুপুরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন (বিডিইআরএম) এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি জগলাল বাঁশফোর, সাধারণ সম্পাদক কৈলাশ রবীদাস, নারী বিষয়ক সম্পাদক, আরতী রবিদাস, সহ সাধারণ সম্পাদক, জয় বাঁশফোর, দিপুরাম প্রমুখ। বক্তারা বলেন, সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে ৮০ভাগ কোটা পূরনসহ সকল বৈষম্য দ্রুত বিলোপ করতে হবে। মানব বন্ধনে সদর উপজেলার দলিত সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।