এস,আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহ ক্যাডেট কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ক্যাডেট ইফতেখার ইন্টারন্যাশনাল পাবলিক স্পিকিং কম্পিটিশনে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ৫ মার্চ অনুষ্ঠিত গ্লোবাল পাবলিক স্পিকিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদিকুল বারী পিএসসি জানান, প্রতিযোগিতায় ৮ টি বিশ্ববিদ্যালয় এবং ১২ টি ক্যাডেট কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫০০০ জন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বাংলাদেশ থেকে ক্যাডেট ইফতেখার প্রথম স্থান আর্জন করে। এ স্পিকিং প্রতিযোগিতায় আগামী ৯ থেকে ১৩ মার্চে লন্ডন শহরের চার্লস স্টিটের প্রধান কার্যালয়ে ৬২টি দেশের প্রতিনিধি অংশ নেবে অনুষ্ঠিত । সেখানে বাংলাদেশের পক্ষ থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ক্যাডেট ইফতেখার অংশ গ্রহন করবে বরে তিনি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।