ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আসন্ন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডা: আমিনুল ইসলাম জেলা প্রেস ক্লাব কুড়িগ্রাম এর সিনিয়র সহ সভাপতি এবং ভিতরবন্দ ইউনিয়নের জাতীয় পার্টির আহব্বায়ক। ভিতরবন্দ ইউনিয়নের জাতীয় পার্টির বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের সভাপতি ও সেক্রেটারী এবং অন্যান্য কর্মিদের মতামত নিয়ে জাতীয় পার্টি থেকে ডা: আমিনুল ইসলামকে ইউপি চেয়াম্যান পদে সমর্থন করে। ডা: আমিনুল কে সমর্থন করার কারণে এলাকায় ভোটের হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। ডা: আমিনুলের পিতা মৃত- ডা: নুর উদ্দিন আহম্মেদ অত্র ইউনিয়ন পরিষদের এক টানা দুই বার সফল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে ছিলেন। তিন একজন শিক্ষক ও পল্লী চিকিৎসক হিসাবে এলাকা ব্যাপক সুনাম ছিল। পিতার আদর্শ কে ধরে রাখার জন্যই ডা: আমিনুল ইসলাম বাবার দেওয়া পল্লী চিকিৎসা অসহায় গরিব দু:খিদের মাঝে বিনা পয়সায় করে বাবার সুনাম ধরে রেখেছেন। ডা: আমিনুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান এলাকার সাধারণ মানুষের কথা ভেবে তাদের অনুরোধে আমি আসন্ন ইউপি নির্বাচন করতে যাচ্ছি। মান-সম্মান রক্ষার ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন। এলাকার সর্ব সাধারণের সাথে কথা হলে তারা জানান ডা: আমিনুল ইসলাম এর বেশ পল্লী চিকিৎসক হিসাবে সুনাম রয়েছে। তার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ডা: আমিনুল ইসলামই নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন কারণ বসত ডা: আমিনুল ইসলামকে জাতীয় পার্টির কেন্দ্র থেকে চুড়ান্ত মনোনয়ন না দেওয়া হলে ইউনিয়ন থেকে জাতীয় পার্টির চেয়াম্যান পদ হারার আশঙ্কা রয়েছে। এছাড়াও আওয়ামীলীগ থেকে মিজানুর রহমান মির্জাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি থেকে শফিউল ইসলাম শফি এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন ব্যাপরীর মধ্যে মনোনয়ন পাওয়ার জন্য স্নায়ু যুদ্ধ চলছে। জামায়াতের এক নেতার সাথে কথা হলে তিনি জানান জামায়াত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসাবে অংশ গ্রহন করবে। এছাড়াও চরমনাই এর পক্ষ থেকে ইউপি নির্বাচনে আসবে জানায়ায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।