ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামে ৩ দিনব্যাপি জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মেলা’১৬ শুরু হয়েছে। শনিবার বিকেলে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ, সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোসলেম উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা ভব শংকর, মহিলা কলেজের ড. আনোয়ার হোসেন মন্ডল প্রমুখ। জেলার ৫টি কলেজ, ১৬টি স্কুল এবং ৩টি বিজ্ঞান ক্লাবসহ ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি প্রজেক্ট রয়েছে। এছাড়াও প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মেলা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।