সকল মেনু

কুড়িগ্রামে ছাত্র শিবিরের সভাপতিকে আটক করেছে পুলিশ

indexডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম রোমানকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহানীর নেতৃত্বে শহরের গাড়িয়ালপাড়ার আদর্শ ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়। সদরের পাটেশ্বরী বাজারে পুলিশের উপর হামলা ও কলেজ মোড়ে ছাত্রলীগের উপর হামলা মামলার আসামী সে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, শহরের গাড়িয়ালপাড়ার আদর্শ ছাত্রাবাসে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে বসার খবর পেয়ে তাকে আটক করা হয়। আটক শিবিরের সভাপতি শহিদুল ইসলাম রোমানকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top