নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরে বিআইডব্লিউটিএ’র সেফটি ট্যাংকে পড়ে আছমা আক্তার পাখি সাড়ে ৩ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুরের হরিণা ফেরিঘাটে। স্থানীয়রা জানায়, হরিণা ফেরিঘাট এলাকার বিআইডব্লিউটিএ’র মাঠে প্রতিদিনই স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করে। ঘটনার দিন সকালে স্থানীয় আলমগীর হাওলাদারের শিশু কন্যা আছমা আক্তার পাখি অন্যান্য শিশুদের সাথে ওই মাঠে খেলা করছিল। সবার অজান্তে সে বিআইডব্লিউটিএ’র সেফটি ট্যাংকে পড়ে যায়। পরে খোজা-খুঁজি করতে গিয়ে তাকে সেফটি ট্যাংঙ্কের ভেতরে দেখতে পায়। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়। এ খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় স্থানীয় মেম্বার মহসিনসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ১৫ বছর আগে হরিণা ফেরিঘাট এলাকায় বিআইডব্লিউটি’এর স্থাপনাগুলো নির্মাণ করা হয়। ওই সময় সেফটি ট্যাংকের ঢাকনা থাকলেও তা ভেঙে যায় বেশ কয়েক বছর আগে। বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের একাধিকবার বলা হলেও তারা তা’ মেরামত করেনি। তিনি অভিযোগ করে বলেন, বিআইডব্লিউটি’এর গাফিলতির কারণে অবুঝ এই শিশুটি মারা যায়। স্থানীয়রা ওই ঘটনায় নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের অপসারণ দাবি করেছেন। এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর আমি বিষয়টি জেনেছি। সেফটি ট্যাংকের ঢাকনাগুলো চুরি হয়ে গেছে। তবে দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, হরিণা ঘাটে দায়িত্বপ্রাপ্তদের গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।