নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২১ ফেব্রুয়ারি : মানিকগঞ্জ সদর উপজেলা থেকে আয়েশা বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আয়েশা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী শামিম মিয়ার স্ত্রী।
এ প্রসঙ্গে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে দুপুরে আয়েশা তার ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন-দাবি ওই পরিবারের।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, যোগ করেন আমিনুর রহমান।
হটনিউজ২৪বিডি.কম /এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।